নয়াদিল্লি, ১২ জুন: গুজরাতের আহমেদাবাদে বৃহস্পতিবার সংঘটিত বিমান দুর্ঘটনায় বিজেপির বরিষ্ঠ নেতা এবং গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর মৃত্যু হয়েছে। তিনি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171-এ সওয়ার ছিলেন, যা আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাচ্ছিল।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন: “আহমেদাবাদে সংঘটিত দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী জির দুঃখজনক মৃত্যুতে অত্যন্ত দুঃখিত। তাঁকে একজন মাটির মানুষ নেতা হিসেবে স্মরণ করা হবে, যিনি তাঁর জীবন রাজ্যের উন্নয়ন ও কল্যাণে উৎসর্গ করেছিলেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।”
Deeply pained by the tragic demise of former Gujarat Chief Minister Vijay Rupani ji in the unfortunate plane crash in Ahmedabad. He will be remembered as a grassroots leader who devoted his life for the development & welfare of his state. Condolences to his bereaved family. Om…
— Rajnath Singh (@rajnathsingh) June 12, 2025
উল্লেখযোগ্য যে, এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানে মোট ২৪২ জন যাত্রী সওয়ার ছিলেন, যার মধ্যে ২ জন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু সদস্য অন্তর্ভুক্ত ছিলেন।
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় রূপাণী রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর মৃত্যু গুজরাত তথা সমগ্র দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।