আসাম, ২৩ সেপ্টেম্বর
অসমের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। জনপ্রিয় গায়ক, সুরকার, অভিনেতা ও কোটি মানুষের হৃদয়ের রাজা জুবিন গার্গ-এর শেষকৃত্যে আজ অসম জুড়ে নেমে এলো অশ্রুধারা।
মঙ্গলবার গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় ময়নাতদন্তের পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া কমপ্লেক্সে। সেখান থেকে শুরু হয় জুবিনের শেষযাত্রা।
ভিড় সামলাতে পুলিশ ও প্রশাসনের নাজেহাল অবস্থা হলেও, হাজার হাজার ভক্ত ভিড় জমালেন প্রিয় শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও সোনাপুর থেকে কামারকুচি পর্যন্ত মানুষের ঢল নেমেছিল।

জুবিনের মৃত্যুর খবরে গোটা অসম আজ এক গভীর শোকে ডুবে গেছে। তাঁর অমর সৃষ্টি “মায়াবিনী রাতির বুকত” যেন হয়ে উঠেছে শোকাহত মানুষের সম্মিলিত সঙ্গীত। রাস্তা-ঘাট, গ্রাম-শহর— সর্বত্র ভেসে আসছে এই গান, যেন গোটা রাজ্য একসঙ্গে কাঁদছে।
জুবিন গার্গের স্ত্রী ও পিতা কামারকুচির শ্মশানে শিল্পীকে শেষ বিদায় জানান। শিল্পীর শেষকৃত্য সম্পন্ন করেন তাঁর বোন পামি বোরঠাকুর। সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ সঙ্গী ডিজিটাল ক্রিয়েটর অরুণ গার্গ ও লেখক-গীতিকার-অভিনেতা রাহুল গৌতম শর্মা, যিনি দীর্ঘদিন ধরে জুবিন পরিবারের সঙ্গে যুক্ত।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জুবিনকে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি, অসম সাহিত্য সভা ও অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (AASU) সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা এসে শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
জুবিন গার্গের এই অকাল প্রয়াণে অসম তথা গোটা ভারতীয় সংগীত জগৎ এক মহীরুহ হারাল। ভক্তদের চোখের জলে ভেসে গেল তাঁর শেষযাত্রা।
তবে তিনি চলে গেলেও, তাঁর গান, তাঁর কণ্ঠস্বর আজীবন বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে।