নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি
দুর্গাপুরের মেডিক্যাল ছাত্রী গণধর্ষণ কাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। তিনি বলেন, “মা দুর্গার বাংলায় আজ নারীরা নিরাপদ নন। মুখ্যমন্ত্রী নিজে নারী হয়েও রাজ্যের মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ।”
নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে বাঁশুরি স্বরাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন “একজন মেয়ে চিকিৎসা পড়তে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে, আর মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন ‘রাতে বাইরে বেরোলো কেন?’ এটা শুধুমাত্র সংবেদনশীলতার অভাব নয়, ভিকটিম-ব্লেমিং-এর উদাহরণ।” বাঁশুরির বক্তব্যে উঠে আসে, মুখ্যমন্ত্রী নারী হয়েও নারীদের নিরাপত্তা রক্ষায় বারবার ব্যর্থ হয়েছেন।
দুর্গাপুরের পাশাপাশি, রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া দলিত কন্যার গণধর্ষণ নিয়েও ক্ষোভ উগরে দেন বাঁশুরি স্বরাজ। তিনি বলেন “এই ঘটনাগুলো শুধুমাত্র অপরাধ নয়, রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন। মুখ্যমন্ত্রীকে এখন দায় স্বীকার করে পদক্ষেপ নেওয়া উচিত।” বাঁশুরি স্বরাজ অভিযোগ করেন, রাজ্যে ক্রমশ মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে, অথচ সরকার সেই বিষয়ে উদাসীন। তিনি আরও বলেন “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অপরাধীদের আড়াল দিচ্ছে, ফলে দোষীরা আরও উৎসাহ পাচ্ছে।”