কলেজে ভর্তি আটকে কেন? শিক্ষামন্ত্রীর মুখে মিলল আশার বার্তা

নিউজ ফ্রন্ট কলকাতা | ১০ জুন

৭ই মে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল। তবে এক মাস কেটে গেলেও এখনও পর্যন্ত উত্তীর্ণ পড়ুয়াদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরুই করতে পারেনি রাজ্য সরকার। ফলে অজস্র ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে।

এই বিষয়ে সোমবার বিধানসভায় বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আসন্ন ১৯ জুন থেকে কলেজে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারে। তিনি আরও বলেন, ভর্তির বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিছু প্রশাসনিক প্রস্তুতির প্রয়োজন ছিল, সেকারণেই কিছুটা বিলম্ব হয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মুসলমানদেরকে ওবিসি করবে বলে এত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীকে পথে বসিয়েছে। এই নজিরবিহীন ঘটনা আগে কোনো বছর ঘটেনি। এতদিন হয়ে গেলো রেসাল্ট বেরনোর তাও ভর্তির নোটিশ দিতে পারল না।

প্রসঙ্গত, প্রতিবছর উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবছর সেই সময়সীমা অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি।

শিক্ষামন্ত্রীর ঘোষণার পর বহু পড়ুয়া আশার আলো দেখলেও, প্রশ্ন উঠছে — কেন এত দেরি? এবং তা পড়ুয়াদের ভবিষ্যতের ওপর কী প্রভাব ফেলবে? এর আগের বছরেও দেখা গিয়েছিল সেই নভেম্বর অব্দি ভর্তি চলেছিল। যেখানে শেসান শুরু হয় জুলাই থেকে এবং পরীক্ষা হবার কথা ডিসেম্বর এর শেষে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই পরীক্ষা হচ্ছে মার্চ মাসে। ফলে এটাতে ছাত্রছাত্রীদের চরম অসুবিধায় পড়তে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *