মন্দির থেকে ফেরার পথে মহিলার ওপর হামলা, ছিনতাই করে ইঁট দিয়ে আঘাত— গ্রেফতার দু’জন

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মন্দির থেকে বাড়ি ফেরার পথে এক মহিলার উপর নৃশংস হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটল। ছিনতাইকারীরা শুধু গয়না লুট করেই ক্ষান্ত হয়নি, ইঁট দিয়ে আঘাত করে মহিলাকে গুরুতর জখম করে। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করে এবং উদ্ধার করে ছিনতাই হওয়া সোনার দুল।

নিউজ ফ্রন্ট ডেস্ক | ৯ জুন, ২০২৫ | মুর্শিদাবাদ:
৮ জুন ২০২৫, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ হরিহরপাড়া থানার অন্তর্গত রুকুনপুর বলরামপাড়ার বাসিন্দা সুনন্দা কর্মকার (৪০) মন্দির থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। স্থানীয় একটি মন্দির থেকে ফেরার সময়, বাইসাইকেল চড়ে আসা দুই দুষ্কৃতী তাঁর পথ আটকে ছুরি দেখিয়ে ভয় দেখায় এবং জোর করে কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেয়।

তবে এখানেই থেমে থাকেনি হামলাকারীরা। তারা সুনন্দা দেবীকে একটি ইঁট দিয়ে আঘাত করে আহত করে। তার পায়ে গুরুতর চোট লাগে। পরে তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় বহরমপুর হাসপাতালে।

ঘটনার পরপরই হরিহরপাড়া থানায় একটি মামলা রুজু হলে, দ্রুত তদন্তে নামে পুলিশ। সেই তদন্তের ভিত্তিতে সেই রাতেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। ধৃতরা হল রইফুল শেখহাদিবুর শেখ। দুজনেরই বাড়ি হরিহরপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের কাছ থেকে ছিনতাই হওয়া সোনার দুল উদ্ধার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, টিআই প্যারেডেরও আবেদন জানানো হয়েছে।

পুলিশের দ্রুত পদক্ষেপে গ্রামবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এলেও, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা দাবি তুলেছেন, এলাকায় পুলিশের টহল আরও বাড়ানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *