জৌগ্রামে রাস্তা মেরামতের দাবিতে উত্তেজনা, আটকা পড়লেন BDO-সহ আধিকারিকরা
নিউজ ফ্রন্ট, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম টাঙ্গাবেরিয়ায় মঙ্গলবার দেখা গেল ভিন্ন চিত্র। জৌগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে রাস্তাঘাট মেরামতের দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।
সভা ছেড়ে বেরিয়ে গ্রামবাসীরা গ্রামের দু’প্রান্তের রাস্তা আড়াআড়িভাবে কেটে অবরোধ শুরু করেন। এর ফলে সভা শেষে ফিরতে থাকা বিডিও (ব্লক ডেভেলপমেন্ট অফিসার) রাহুল বিশ্বাস সহ ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিশ কর্মীরা আটকে পড়েন। বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে দীর্ঘক্ষণ ধরে স্লোগান দিতে থাকেন।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তারা পঞ্চায়েত এবং বিডিও অফিসে রাস্তা সংস্কারের জন্য আবেদন জানিয়ে আসছেন, কিন্তু কোনো ফল হয়নি। তাদের দাবি, সামান্য বৃষ্টিতেই গ্রামের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে বিডিও রাহুল বিশ্বাস গ্রামবাসীদের সঙ্গে আলোচনা শুরু করেন। তিনি আশ্বাস দেন যে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পঞ্চায়েত প্রধান মল্লিকা মন্ডল বলেন, “আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির টাকা রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয়নি। তবুও আমরা চেষ্টা করব গ্রামবাসীদের সমস্যা সমাধানের জন্য।” বিডিও-র আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনায় গ্রামের প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হলেও, গ্রামবাসীদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ্যে আসে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতি ও উদাসীনতার জন্য বছরের পর বছর অবহেলিত হচ্ছে গ্রামের রাস্তাঘাট। স্থায়ী সমাধানের দাবি জানিয়ে তাঁরা সতর্ক করেছেন, দ্রুত কাজ শুরু না হলে আরও বড় আন্দোলনে নামবেন।