প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি.এস. অচ্যুতানন্দন: ১০১ বছর বয়সে এক কিংবদন্তির প্রয়াণ

কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিআই(এম) সম্পাদক এম.এ. বেবির শেষ শ্রদ্ধা

তিরুঅনন্তপুরম, ২১ জুলাই: কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কমিউনিস্ট নেতা ভি.এস. অচ্যুতানন্দন আজ ১০১ বছর বয়সে প্রয়াত হলেন। তিরুঅনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে আজ তাঁর জীবনাবসান হয়। ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে কেরালার রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা। এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তাঁর শেষ শ্রদ্ধায় অংশ নিতে উপস্থিত ছিলেন কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং সিপিআই(এম) সম্পাদক এম.এ. বেবি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন।

ভি.এস. অচ্যুতানন্দন ছিলেন ভারতের কমিউনিস্ট আন্দোলন এবং কেরালার রাজনৈতিক ইতিহাসের এক কিংবদন্তি ব্যক্তিত্ব। ১৯২৩ সালের ২০ অক্টোবর আলেপ্পি জেলায় তাঁর জন্ম। তিনি সিপিআই(এম)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং শ্রমিক অধিকার, ভূমি সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আপোসহীন মনোভাব এবং জনমুখী নীতি তাঁকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল।

তাঁর প্রয়াণে জাতীয় ও রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তাঁর অবদান স্মরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *