পোথিয়া (কিষাণগঞ্জ, বিহার), ৩০ অক্টোবর:
বিহার বিধানসভা নির্বাচনের প্রচারের আবহে, কিষাণগঞ্জ জেলার পোথিয়ায় অবস্থিত কারবালা ময়দানে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) এর সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি-র জনসভায় বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। এই জনসভা থেকে ওয়েইসি ভোটারদের কাছে নিজেদের হক ও অধিকারের জন্য একজোট হওয়ার আহ্বান জানান এবং দলের প্রার্থীকে জেতানোর আর্জি পেশ করেন।
জনসভায় ভাষণ দিতে গিয়ে আসাদউদ্দিন ওয়েইসি স্পষ্ট করে দেন যে, তাঁর দল AIMIM সর্বদা সমাজের দুর্বল অংশগুলির পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, “AIMIM সবসময়ই গরিব, দলিত, পিছিয়ে পড়া এবং মুসলমানদের কণ্ঠস্বর হয়ে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা করে যাবে।” ওয়েইসি জনগণের কাছে তাদের হক এবং অধিকারের জন্য একজোট হওয়ার আবেদন জানান। তিনি বলেন, “এখন সময় এসেছে যে মানুষ তাদের অধিকারের জন্য লড়াই করুক এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করুক।”
কিষাণগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে AIMIM সভাপতি তাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য বিশেষ অনুরোধ করেন। ওয়েইসি কিষাণগঞ্জ বিধানসভার ভোটারদের AIMIM প্রার্থী শামস আগাজ -কে বিপুল সংখ্যক ভোটে জয়ী করার আহ্বান জানান।
ওয়েইসির জনসভায় বিপুল সংখ্যক জনতার উপস্থিতি প্রমাণ করে যে, বিহারের এই মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এলাকায় AIMIM একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছে।