চাকরি ফেরানোর দাবিতে বহরমপুরে উত্তাল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা

ডিআই ও ডিএম অফিসে অবস্থান বিক্ষোভ, দেওয়া হল ডেপুটেশন

নিউজ ফ্রন্ট, বহরমপুর, ৩০ জুন: চাকরিতে ফেরানোর দাবিতে আজ ডিআই অফিস ও ডিএম অফিস অভিযানের ডাক দিয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। এদিন চাকরি ফেরানোর দাবিতে সোমবার বহরমপুরের রাজপথ উত্তপ্ত করে তুললেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬-এর ডাকে মুর্শিদাবাদ জেলার ডিআই অফিস ও ডিএম অফিসে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়।

দুপুরে টেক্সটাইল কলেজ মোড় থেকে মিছিল শুরু করে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। ছাতা মাথায় স্লোগান দিতে দিতে তাঁরা পৌঁছান ডিআই অফিসে। সেখানে প্ল্যাকার্ড হাতে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে এই কর্মসূচি পালিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব চিন্ময় মন্ডল, মেহবুব মন্ডল এবং সোয়েব কবীর।

ঠিক কি দাবী ছিল আজকে

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে:

  • আইনি লড়াইয়ের মাধ্যমে যোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মীদের চাকরি ফেরাতে হবে
  • ‘আনটেইন্টেড’ তালিকা সার্টিফাই করে অবিলম্বে প্রকাশ করতে হবে
  • ওএমআর শিট প্রকাশ করতে হবে
  • রিভিউ পিটিশনের রায় না দেখে নিয়োগের আবেদন প্রক্রিয়া চালানো যাবে না
  • রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টে তুলে ধরতে হবে

চাকরিহারা শিক্ষক চিন্ময় মন্ডল বলেন, “প্রতিটি ডিআই অফিসে অভিযান চালাচ্ছি। রাজ্য সরকার ও কমিশনের কাছে আমাদের যে দাবিগুলি রয়েছে, সেগুলি যথাযথভাবে পূরণ করতে হবে। একটি পরীক্ষা নিয়ে সবকিছু ধামাচাপা দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে এই আন্দোলন। যোগ্য হয়েও অন্যের দোষের দায় কেন আমরা নেব? আমরা পুনর্বহাল হতে চাই।”

সোয়েব কবীর অভিযোগ করেন, “রাজ্য সরকার বলছে কোর্টের রায় মেনে নিয়োগ করছে, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের রায় মানা হয়নি।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় একই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। যতদিন না তাঁদের দাবি পূরণ হয়, ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিন বহরমপুর ছাড়াও সব জেলায় ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন চাকরি হারানো যোগ্যশিক্ষক-শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *