১ হাজারের বেশি সক্রিয় সিম কার্ড ও ১১টি মোবাইল সহ গ্রেফতার ২ যুবক!

News Front Desk | মুর্শিদাবাদ | ২৭ মে ২০২৫

 গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিশ। এক অভিযান চালিয়ে ১১৮৩টি সক্রিয় সিম কার্ড ও ১১টি মোবাইল ফোন সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

২৬ মে, রাত প্রায় ১০টা নাগাদ, বেলডাঙা থানার পুলিশ মজ্জমপুর গ্রামে অভিযান চালায়।সেখান থেকে গ্রেফতার করা হয় মোমিন মল্লিক এবং হোসেন মল্লিক কে। দুজনেই স্থানীয় বাসিন্দা। তাদের কাছে থেকে উদ্ধার হয় মোট ১১৮৩টি বিভিন্ন কোম্পানির অবৈধ  সিম কার্ড যার মধ্যে ভোডাফোন  – ৩৫৮ টি,  বিএসএনএল – ৪৭৩টি, আইডিয়া – ২২টি, এয়ারটেল – ২৬২টি এবং জিও – ৬৮টি ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, তারা বিহার ও ঝাড়খণ্ড থেকে পুরনো কী-প্যাড মোবাইল সস্তায় কিনে আনত।সেই ফোনগুলির মধ্যে থাকা সক্রিয় সিম কার্ডগুলো আলাদা করে অন্যদের কাছে বিক্রি করত। এই সিম কার্ড কোথায়, কী উদ্দেশ্যে ব্যবহৃত হত, তা এখনও তদন্তাধীন।পুলিশের অনুমান, এই সিমগুলি সাইবার জালিয়াতি, প্রতারণা বা বেআইনি আর্থিক লেনদেনের কাজে ব্যবহৃত হতে পারে।

এই ঘটনায় বেলডাঙা থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশ দুই ধৃতকে বহরমপুর মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (CJM)-এর আদালতে তোলার পাশাপাশি ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে।

এই বিষয়ে বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানান—“এটি শুধুমাত্র সিম কার্ড পাচারের মামলা নয়, এর পেছনে একটি সুসংগঠিত অপরাধচক্র কাজ করছে বলে আমরা সন্দেহ করছি।”

তিনি আরও বলেন—“এই ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে এই ধরনের অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনাটি মুর্শিদাবাদে বেড়ে চলা ডিজিটাল প্রতারণা ও সাইবার অপরাধ চক্রের এক বিপজ্জনক দিক তুলে ধরেছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত আরও গভীরভাবে চালানো হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *