নিউজ ফ্রন্ট | কান্দি | ৮ জুলাই, ২০২৫ ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির চক্র আবারও প্রশ্ন তুলছে সাধারণ নাগরিকের পরিচয়পত্র সংক্রান্ত নিরাপত্তা নিয়ে। মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায় একটি দোকান থেকে উদ্ধার হয়েছে আধার জালিয়াতির বিশাল চক্র, যেখানে কাস্টমার সার্ভিস সেন্টারের আড়ালে আধার ও ভোটার আইডি তৈরির নামে প্রতারণা চলছিল দিনের পর দিন। পুলিশি অভিযানে ধৃত দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে আধুনিক প্রযুক্তি, সরকারি সিলমোহর ও নথিপত্র যা দেখে চমকে উঠেছে তদন্তকারী আধিকারিকরাও। এই ঘটনায় ফের একবার প্রকাশ্যে এল কীভাবে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে সাধারণ মানুষের উপর আস্থা ও পরিচয় ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দুইজনকে। ধৃতরা হলেন – ইমামুল শেখ (৩০)বাড়ি ভরতপুর এবং নিয়াত হোসেন শেখ (৩০), বাড়ি বড়ঞা।

কান্দির মহকুমা পুলিশ আধিকারিক শাসরেক আম্বেরদর মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানান, ধৃত ইমামুল শেখ গোবিন্দপুরে একটি কাস্টমার সার্ভিস সেন্টার চালাতেন। সেখান থেকেই অন্যের পরিচয়পত্র ব্যবহার করে চলত জাল আধার ও ভোটার আইডি তৈরি। অভিযুক্তরা নিজেদের সরকারি এজেন্ট বলে পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে এইসব নথি বানাতেন।
তদন্তে উদ্ধার হয়েছে –
২টি ল্যাপটপ, ১টি স্ক্যানার, ২টি প্রিন্টার, ১টি ল্যামিনেশন মেশিন, ৩টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ১টি ওয়েবক্যাম, ১৩টি জাল আধারকার্ড, শতাধিক পাসপোর্ট ছবি, বিভিন্ন সরকারি সিলমোহর সহ স্ট্যাম্প এবং আলুগ্রাম পঞ্চায়েত প্রধানের নকল রাবার স্ট্যাম্প।
ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বহুদিন ধরেই এই চক্র চালাচ্ছিল। বর্তমানে কান্দি আদালতে তাদের পেশ করে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।
সাধারণ মানুষকে এই ধরনের ভুয়ো পরিষেবা থেকে সাবধান থাকতে বলা হয়েছে। প্রশাসনের তরফে কড়া হাতে এই চক্র ভাঙার আশ্বাসও দেওয়া হয়েছে।