নিউজ ফ্রন্ট, ৭ জুলাই: যুক্তরাষ্ট্রের টেক্সাসে হড়পা বানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন। নিখোঁজ ৪১ জনের মধ্যে রয়েছেন শিশুরাও। উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়, জানিয়েছেন টেক্সাস পাবলিক সেফটি চিফ ফ্রিম্যান মার্টিন। আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে।
এই দুর্যোগ এসেছে আমেরিকার স্বাধীনতা দিবসের ছুটির সময়ে। কয়েক ঘণ্টার মধ্যেই মাসব্যাপী বৃষ্টির পরিমাণ ঝরে পড়ে টেক্সাসের ওপর, ফলে বহু মানুষ ছিলেন প্রস্তুতিহীন অবস্থায়।
জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, কেন্দ্রীয় টেক্সাসে জমে থাকা জলে আরও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে।
এরই মাঝে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্যোগ পরিস্থিতিকে “বাইডেনের সেটআপ” বলে উল্লেখ করেছেন। Truth Social-এ এক বার্তায় তিনি বলেন, “যত দ্রুত সম্ভব উদ্ধারকারী ও জরুরি সেবাকর্মীদের সহযোগিতা করাই এখন সরকারের লক্ষ্য।”
সমালোচনার মাঝেও ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফরে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি “মেজর ডিজাস্টার ডিক্লারেশন” স্বাক্ষর করেছেন, যার ফলে ফেডারেল সহায়তা পৌঁছবে রাজ্যে।
বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার মানুষ। বিশেষ করে ক্যাম্পিং-এর জন্য জনপ্রিয় এলাকাগুলিতে পর্যাপ্ত সতর্কতা ও দ্রুত সরানোর ব্যবস্থা ছিল না – এমন অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে।