বহরমপুরে দুর্গাপুজোয় ‘ট্রাম্প অসুর’: আন্তর্জাতিক রাজনীতির প্রতিফলন মণ্ডপে

নিউজ ফ্রন্ট | মুর্শিদাবাদ, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে এবছরের দুর্গাপুজোয় দেখা মিলল এক অভিনব চমকের। ষাটতম বর্ষে পা রাখা খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজো কমিটি এবারে সাবেকিয়ানার আবহ বজায় রাখলেও বিশেষ চমক এনে দিয়েছে প্রতিমায়—অসুরের রূপে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

বন্ধুর’ সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রতীক

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত-আমেরিকা বাণিজ্য সংঘাত ও ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রতিফলন ঘটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল সংবাদ মাধ্যম মধ্যবঙ্গ নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে পুজো কমিটির সম্পাদক রাজু ঠাকুর বলেন—
এবারের মূল থিম সাবেকিয়ানা হলেও মাতৃ প্রতিমায় বিশেষত্ব আনার চেষ্টা করেছি। অসুরকে সাধারণ রূপে না দেখিয়ে তাঁর মুখ গড়ে তোলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আদলে। সাম্প্রতিক শুল্ক যুদ্ধের প্রভাব দেখাতেই এই প্রয়াস। অসুর দেখলেই বোঝা যাবে এর মধ্যে আলাদা কিছু আছে।”

কমিটির অন্যতম সদস্য প্রতীক আরও যোগ করেন— আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু মনে করতেন। কিন্তু ট্রাম্প ভারতের উপর একের পর এক শুল্ক চাপিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তাঁকে অসুর হিসেবে দেখানো হয়েছে।”

স্থানীয় শিল্পী অসীম পালের হাত ধরে তৈরি হয়েছে এই অভিনব অসুর। উদ্বোধন করেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। উদ্বোধনের পর থেকেই দেবী দুর্গার পদতলে ট্রাম্প-অসুরের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রতিমার সামনে দাঁড়িয়ে অনেক দর্শনার্থী বিস্মিত হয়েছেন, আবার অনেকে বলছেন—স্থানীয় সাংস্কৃতিক পরিসরে আন্তর্জাতিক রাজনীতিকে টেনে আনার এই উদ্যোগ যথেষ্ট সাহসী ও অভিনব।

ভাইরাল ‘ট্রাম্প অসুর’

উদ্বোধনের দিন থেকেই প্রতিমার ছবি ভাইরাল হয়ে যায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স-এ শুরু হয়েছে তুমুল আলোচনা এই ভিডিও ছড়িয়ে পড়ে সুদূর বাংলাদেশেও। বাংলাদেশের ফেসবুক পেজ গুলোতে ব্যাপক হারে ভাইরাল শিল্পী অসীম পালের এই শিল্পকলা। অনেকেই বলছেন, বিশ্ব রাজনীতিকে ব্যঙ্গাত্মকভাবে প্রতিফলিত করার এ এক অনন্য প্রয়াস।

প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পুজো ষাট বছর ধরে গাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে দেবীপূজা করে আসছে। এবছরও সেই ধারা অক্ষুণ্ণ রেখেই আন্তর্জাতিক বাণিজ্যনীতির প্রতিফলন ঘটিয়ে আনা হয়েছে অভিনবত্ব।

উল্লেখ্য, গত বছরও বহরমপুরের স্বর্গধাম দুর্গাপুজোতে অসুরের মুখে দেখা মিলেছিল রাজ্যের চর্চিত আর জি কর কাণ্ডের অভিযুক্ত সন্দীপ ঘোষের ছায়া। সেই নিয়েও তুমুল আলোড়ন হয়েছিল। এবছর আবারও ‘অসুর’-কেন্দ্রিক চর্চায় সরগরম হয়ে উঠেছে বহরমপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *