পেছনের দরজা দিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল তৃণমূল বিধায়ক!

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাপে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, মুর্শিদাবাদে ইডির একযোগে অভিযান

কলকাতা, ২৬ আগস্ট ২০২৫ | নিউজ ফ্রন্ট

দীর্ঘদিন শীতঘুমে থাকার পরে ভোটের আগে পশ্চিমবঙ্গের বহুল আলোচিত এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সোমবার ভোর থেকে মুর্শিদাবাদের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সঙ্গে যুক্ত তিনটি স্থানে হানা দেয় ইডির আধিকারিকরা।

🔎 অভিযান কোথায় কোথায়

সূত্রের খবর, ইডির দল তল্লাশি চালাচ্ছে—

  • মুর্শিদাবাদের আন্দির গ্রামে জীবন কৃষ্ণ সাহার ব্যক্তিগত বাড়ি
  • বিধায়কের শ্বশুরবাড়ি, রঘুনাথগঞ্জে
  • বীরভূম জেলার সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে
  • এছাড়াও মহিষ গ্রামে ব্যাংককর্মী রাজেশ ঘোষের বাড়িতেও অভিযান চলছে।

সূত্রের খবর, হানা দিতে গিয়ে বিধায়ক সাহাকে বাড়িতেই পায় তদন্তকারী দল। তবে ইডিকে দেখে তিনি পিছনের দরজা টপকে পালানোর চেষ্টা করেন। ইডির তিন জওয়ান তাঁকে ধাওয়া করে ফের বাড়ির ভেতরে নিয়ে আসে। বর্তমানে অন্তত পাঁচজন ইডি আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

অভিযানে বিধায়কের সঙ্গে যুক্ত বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আর্থিক নথি, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র ও ডিজিটাল ডিভাইস জব্দ করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, নতুন আর্থিক লেনদেনের তথ্যই এই অভিযানের মূল ভিত্তি। সূত্রের খবর, বীরভূমের এক ব্যবসায়ীকে জেরা করে এই তথ্য হাতে পায় ইডি।

মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে বহু আগে থেকেই শিক্ষক নিয়োগে দুর্নীতি, ভুয়া প্রার্থী নিয়োগে সহায়তা, অবৈধ আর্থিক লেনদেন–এর অভিযোগ রয়েছে।

  • এপ্রিল ২০২৩: সিবিআই এই একই মামলায় তাঁকে গ্রেপ্তার করে।
  • মে ২০২৪: দীর্ঘদিন হাজতবাসের পর তিনি জামিনে মুক্তি পান।
    তবে ইডি ও সিবিআই–এর যৌথ তদন্তে ফের তাঁর নাম উঠে আসায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতি মামলাগুলির মধ্যে একটি হলো এসএসসি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি।

  • অভিযোগ, হাজার হাজার যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে ভুয়া বা অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।
  • এই নিয়োগের জন্য কোটি কোটি টাকা হাতবদল হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
  • ২০২২ সাল থেকে ইডি ও সিবিআই যৌথভাবে মামলার আর্থিক ও অপরাধমূলক দিক নিয়ে তদন্ত করছে।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের কোণঠাসা বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। পালাতে গিয়েও শেষরক্ষা হয়নি। একাধিক জায়গায় ইডির অভিযান ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *