তৃণমূল কংগ্রেস কোন সংবিধান মানে না, উত্তরবঙ্গে পৌঁছে কড়া আক্রমণ শুভেন্দুর

নিউজ ফ্রন্ট, ৫ আগস্ট:
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন। আজ সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর পর সড়কপথে কোচবিহার রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস কোনও সংবিধান মানে না। তারা শুধু নিজের ভোট ব্যাঙ্কের কথা ভাবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দেশপ্রেম নয়, শুধু ভোট রাজনীতি বোঝে। সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ধরে রাখতেই বারবার অনুপ্রবেশকারীদের পক্ষে সুরক্ষা দেওয়ার চেষ্টা চলছে।”

শুভেন্দু স্পষ্ট জানান, এই দেশের মুসলিমদের নিয়ে কোনও সমস্যা নেই। সমস্যা হচ্ছে অনুপ্রবেশকারীদের ঘিরে। যারা অবৈধভাবে দেশে ঢুকে পড়েছে, তাদের নিয়েই সমস্ত সমস্যা।”

ভাষা প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “এটা কোনও ইস্যু নয়। কেউ কারও ভাষার বিরুদ্ধে কিছু বলেনি। বরং রাজ্য সরকারই নানা বিভাজনের রাজনীতি করছে।”

উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল সরকারের নিরুত্তাপ মনোভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, উত্তরবঙ্গের উন্নয়নে কোনও মনোযোগ দিচ্ছে না তৃণমূল। এখানকার সমস্যা নিয়ে তারা সম্পূর্ণ নির্বিকার।”

শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, উত্তরবঙ্গের ৫৪টি আসনেই যাতে তৃণমূল কংগ্রেস হারে, তা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ যেন এই সরকারকে আর একটা ভোট না দেয়।”

উত্তরবঙ্গে আজ তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *