বন মহোৎসব উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষায় বার্তা

রাজ্য বন দফতর ও সংখ্যালঘু কমিশনের উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠান, চারা গাছ বিতরণে উদ্দীপনা

নিউজ ফ্রন্টঃ রাজ্য সরকারের উদ্যোগে সপ্তাহব্যাপী বন মহোৎসব গত ১৪ই জুলাই শুরু হয়েছে।পরিবেশকে সবুজ করার লক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে এই উপলক্ষ্যে মানুষের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়ে থাকে।এরই অঙ্গ হিসেবে আজ প্রেস ক্লাব কলকাতার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উজ্যাপন করা হয়।সদস্য ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হাতে চারা গাছ বিতরন করা হয়।এই উপলক্ষে এক অনুষ্ঠানে বন দফতরের সহকারি বিভাগীয় আধিকারিক অনিন্দ গুহ ঠাকুরতা, সুপারিনটেন্ডেন্ট আধিকারিক প্রবীর চ্যাটার্জী, রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারমেন প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, ক্লাবের সম্পাদক কিংশুক প্রামানিক প্রমুখ বর্তমান বিশ্ব উষ্ণায়ণের ভয়াবহতার কথা উল্লেখ করে পরিবেশ রক্ষায় সবুজায়নে সকলকে এগিয়ে আাসার আহ্বাম জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *