নিউজ ফ্রন্ট ডেস্ক | ৯ জুলাই, কলকাতা স্কুল সার্ভিস কমিশন (SSC)-কে ফের কড়া ভাষায় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশ দিল বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চ।
🔍 হাইকোর্টের পর্যবেক্ষণ:
শুনানির সময় বিচারপতি স্পষ্ট বলেন,
“এত বড় দুর্নীতির অভিযোগ। সুপ্রিম কোর্ট টাকা ফেরতের কথা বলেছে। এরপরেও যদি চিহ্নিত অযোগ্যদের নতুন প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হয়, তা হলে আইন ও ন্যায়ের পরিপন্থী।”
তিনি আরও নির্দেশ দেন—
- অযোগ্যদের বাদ দিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে SSC-কে।
- যারা ইতিমধ্যেই নতুন করে আবেদন করেছেন, কিন্তু পূর্বে অযোগ্য বলে চিহ্নিত, তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে।
⚖️ SSC-র সাফাই খারিজ
SSC-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “সুপ্রিম কোর্ট কোথাও বলেনি অযোগ্যরা নতুন করে আবেদন করতে পারবে না। তাদের দোষ প্রমাণ হয়নি।”
তবে বিচারপতির মন্তব্য— “এই ব্যাখ্যা SSC-র কাছ থেকে প্রত্যাশিত নয়। আপনারা আদালতের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করছেন।”
🟠 বিজেপি হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে। দলীয় মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “তৃণমূল কংগ্রেস ফের অযোগ্যদের নতুন করে পরীক্ষায় বসিয়ে দুর্নীতি করতে চাইছিল, আদালত সেই রাস্তা আটকে দিল।”
🔴 ফিরদৌস শামীমের কটাক্ষ:
“আজ প্রমাণ হয়ে গেল, সরকার আসলে অযোগ্যদের সঙ্গেই চলছে।” এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ফের চাপানউতোর শুরু হয়েছে।