জলপাইগুড়ি | ১ জুন ২০২৫
সিকিম ও উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে জলপাইগুড়ির দোমোহনি থেকে কোচবিহারের মেখলিগঞ্জ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করল সেচ দফতর।
সেচ দফতরের উত্তর-পূর্বাঞ্চলের সুপারিটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার উত্তম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় সিকিম পাহাড়ে টানা ভারী বর্ষণের কারণে সমতলেও তিস্তার জলস্তর দ্রুত বাড়ছে।

সকাল থেকে গজলডোবা ব্যারেজ থেকে পর্যায়ক্রমে জল ছাড়া হয়েছে, যার জেরে নদীর ধারে থাকা বিস্তীর্ণ এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে।
উল্লেখযোগ্য পদক্ষেপ:
- নদী পাড়বর্তী এলাকায় মাইকিং করে সচেতনতা প্রচার
- জলস্তরের তীব্রতা বুঝে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি
- পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
উত্তম চৌধুরী জানিয়েছেন, “তিস্তার উপর কড়া নজর রাখা হচ্ছে। প্রয়োজনে আরও কড়া সতর্কতা জারি হবে। আপাতত হলুদ সতর্কতা জারি থাকলেও পরিস্থিতির অবনতি হলে তা কমলা বা লাল সতর্কতায় রূপান্তর হতে পারে।”