জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত, শীর্ষে অনিরুদ্ধ চক্রবর্তী

কলকাতা, ২২ আগস্ট:
অবশেষে প্রতীক্ষার অবসান। আজ প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)-এর ফলাফল। রাজ্যের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও ফার্মাসি কলেজে ভর্তির জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (wbjeeb.nic.in)-এ নিজেদের রেজাল্ট এবং র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।

এবারের পরীক্ষায় মেধাতালিকায় প্রথম স্থান দখল করেছেন কলকাতার পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন কল্যাণীর সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় হয়েছেন রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।

এবার প্রায় ১.লক্ষেরও বেশি ছাত্রছাত্রী জয়েন্ট এন্ট্রান্সে অংশ নেন। যদিও দীর্ঘ আইনি জট ও OBC সংরক্ষণ সংক্রান্ত বিতর্কের কারণে ফল প্রকাশে বিলম্ব হয়েছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর দ্রুত ফলাফল প্রকাশ করা হয়।

ফল ঘোষণার পরই শিগগিরই অনলাইনে কাউন্সেলিংয়ের তারিখ প্রকাশ করবে বোর্ড। শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত র‍্যাঙ্ক অনুযায়ী কলেজ ও কোর্স বেছে নিতে পারবেন। বিস্তারিত সময়সূচি ওয়েবসাইটে জানানো হবে বলে বোর্ড সূত্রে খবর।

ফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আনন্দের ঢেউ দেখা দিয়েছে। শীর্ষস্থানাধিকারী অনিরুদ্ধ চক্রবর্তী তাঁর সাফল্যের কৃতিত্ব দিয়েছেন বাবা-মা ও শিক্ষকদের। অন্যদিকে, সন্তানের সাফল্যে খুশি অভিভাবকরাও জানিয়েছেন, এই ফলাফল নতুন প্রজন্মের সামনে উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *