নিউজ ফ্রন্ট, কলকাতা, ১৮ জুন: খিদিরপুর বাজারে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে দমকল বিভাগের বিরুদ্ধে উঠা গাফিলতির অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বিধানসভায় আজ এক বিবৃতিতে মন্ত্রী জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দমকল বিভাগের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
মন্ত্রী সুজিত বসু জানান, প্রাথমিক তিনটি ইঞ্জিনের পর আরও কয়েকটি দমকল গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। ভোর ৬টার মধ্যে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে মুখ্যমন্ত্রীও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে মন্ত্রী স্বীকার করেছেন, ঘটনার গুরুত্ব অনুধাবন করে দ্রুত অগ্নি নির্বাপণ কার্যক্রম শুরু হলেও, আদি গঙ্গা থেকে জল পাম্প করার প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছিল।
“সেনাবাহিনী যেভাবে কাজ করে, দমকল বিভাগও সেই একই নিষ্ঠা ও সাহসের সঙ্গে কাজ করে থাকে,” বলেন মন্ত্রী। তিনি বিরোধী দলের কাছে দমকল কর্মীদের যথাযথ সম্মান প্রদানের আবেদন জানিয়েছেন।
অন্যদিকে, বিজেপি এই অগ্নিকাণ্ডকে ‘ম্যানমেড’ বা পরিকল্পিত ঘটনা বলে অভিযোগ তুলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “এর আগে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার এবং চিড়িয়াখানার পশু হাসপাতাল বেসরকারি সংস্থাকে বিক্রি করা হয়েছে। খিদিরপুর বাজারের জমিও বেসরকারি সংস্থাকে তুলে দেওয়ার জন্য এই চক্রান্ত চলছে।”
দমকল সূত্রে জানা গেছে, এখনও ড্যাম্পিং ডাউন (সম্পূর্ণ নির্বাপণ) প্রক্রিয়া চলছে। বর্তমানে দমকলের নয়টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হবে বলে সূত্রে জানা গেছে।