নিউজ ফ্রন্ট | কলকাতা | ১৬ জুলাই
বীরভূমের পাইকরের বাসিন্দা ছয় বাংলা ভাষী ব্যক্তিকে বাংলাদেশে পাঠানো নিয়ে চাঞ্চল্যকর মামলায় কেন্দ্রকে ফের লিখিত রিপোর্ট দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আজ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। কেন্দ্রের পক্ষে হাজির ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী এবং দিল্লি পুলিশের পক্ষে ছিলেন আইনজীবী ধীরজ ত্রিবেদী।
শুনানিতে জানানো হয়, এই ছয়জনের পক্ষে আগে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে ২৪ জুন শুনানির পর দিল্লি হাইকোর্ট তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। এরপর ২৬ জুন তাঁদের পাঠানোও হয়।
কিন্তু একই মামলাকে নতুন করে কলকাতা হাইকোর্টে “হেবিয়াস কর্পাস” আকারে আনা হয়েছে — এই যুক্তির প্রেক্ষিতে মামলাকারী আমির খানের আইনজীবী রঘুনাথ চক্রবর্তীকে ভর্ৎসনা করে আদালত।
এছাড়াও হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ওই ছয় ব্যক্তি প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক কি না, তা প্রমাণ করতে তাদের কী কী নথিপত্র রয়েছে — তা আগামী ৬ আগস্ট-এর মধ্যে আদালতে জমা দিতে হবে।
এই মামলার পরবর্তী শুনানি সেই দিনই ধার্য করা হয়েছে।