‘মাঝমাঠের রাজপাট’—প্রকাশিত হতে চলেছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী

নিউজ ফ্রন্ট কলকাতাঃ এ বার প্রকাশিত হতে চলেছে কলকাতা ময়দানের প্রথম ‘এক লাখি’ ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী।ভারতীয় ফুটবল এবং কলকাতা ফুটবলে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের নাম ফুটবল প্রেমীদের কাছে অচেনা-অজানা নয়। তবে তাঁর খেলা দেখার সৌভাগ্য হয়তো অনেকেরই হয়নি। ১৯৯১-৯২ মরসুমে ইস্টবেঙ্গল জার্সিতে খেলে বুটজোড়া তুলে রেখেছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। খেলা ছাড়লেও ফুটবলের সঙ্গে যুক্ত। এরপরে কোচিং করান প্রশান্ত। মাঝমাঠে দাপিয়ে খেলেছেন। ১৯৭৬ সালে কলকাতা লিগের ডার্বি প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে আজও অবিস্মরণীয়।

সেই ডার্বিতে আকবরের ১৭ সেকেন্ডে করা গোলে ১-০ ব্যবধানে জেতে মোহনবাগান। সেই ম্যাচে অবশ্য ইস্টবেঙ্গল জার্সিতে খেলেছিলেন প্রশান্ত। মোহনবাগান ম্যাচ জিতলেও দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। ডার্বির পর স্বয়ং চুনী গোস্বামী তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। ইডেন থেকে ইস্টবেঙ্গল মাঠ পর্যন্ত রাস্তা লাল-হলুদ সমর্থকদের কাঁধে চড়ে পৌঁছেছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় কিংবদন্তি এই ফুটবলারের আত্মজীবনীর নাম ‘মাঝমাঠের রাজপাট’। রথের দিন প্রকাশিত হবে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *