কালীগঞ্জ উপনির্বাচন আগামীকাল, সম্পন্ন হল শেষ মুহূর্তের প্রস্তুতি

নিউজ ফ্রন্ট, নদীয়া, ১৮ জুন: নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আগামীকাল অনুষ্ঠিত হবে উপনির্বাচন। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আজ ডিসিআরসি পানিঘাটা উমা দাস স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ভোটের সরঞ্জাম সংগ্রহ করে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা।

এবারের উপনির্বাচনে নতুন নিয়ম অনুযায়ী, ভোটারদের বুথের বাইরে মোবাইল ফোন জমা রেখে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড ছাড়াও আরও ১২টি নথিকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

কালীগঞ্জ বিধানসভার রিটার্নিং অফিসার ফইয়াজ আহমেদ আকাশবাণীকে জানিয়েছেন, ভোটকে কেন্দ্র করে সমগ্র এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে। তিনটি করে ওয়েব ক্যামেরার মাধ্যমে সব বুথে নজরদারি চালানো হবে। রাজনৈতিক দলগুলি বুথ থেকে ১০০ মিটার দূরে তাদের ক্যাম্প খুলতে পারবে।

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এবার প্রতিটি বুথে ভোটার সংখ্যা ১২০০-তে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর ফলে মোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৯টি। তবে বড় চাঁদঘর প্রাথমিক বিদ্যালয়ের বুথে অতিরিক্ত ঘর না থাকায় সেখানে ভোটারের সংখ্যা ১২০০ ছাড়িয়ে গেছে।বিধানসভার দূরবর্তী বুথ নয়াচরে যেতে ভোটকর্মীদের গঙ্গা নদী পার হতে হবে। এর জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গেছে।

আগামী ২৩শে জুন অনুষ্ঠিত হবে ভোট গণনা। এই উপনির্বাচনের ফলাফল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *