কলকাতা, আজ: কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনার তদন্তভার এবার লাল বাজারের গোয়েন্দা বিভাগের হাতে। বিশেষ তদন্তকারী দল (সিট)-এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করবে গোয়েন্দা বিভাগ। আজ দুপুরেই কসবা থানা থেকে কেস ডায়েরি হস্তান্তর করা হয়েছে লাল বাজারের গোয়েন্দা বিভাগকে।
এর আগে এই ঘটনার তদন্তের জন্য নয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল কলকাতা পুলিশ। এখন গোয়েন্দা বিভাগও এই তদন্তে যুক্ত হওয়ায় মামলার আরও দ্রুত অগ্রগতি আশা করা হচ্ছে।
গত ২৫শে জুন সাউথ ক্যালকাটা ল’ কলেজ থেকে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মধ্যে রয়েছেন প্রাক্তন ছাত্র মনোজিত মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জৈব আহমেদ এবং নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।
এদিকে, ধৃত চার জনের বিরুদ্ধে কলকাতা পুলিশ আরও ছয়টি নতুন ধারা যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে অপহরণ, অনুমতি ছাড়া ছবি তোলা সহ অন্যান্য গুরুতর অভিযোগ। এই নতুন ধারা সংযোজনের ফলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা আরও শক্তিশালী হয়েছে।
তদন্তের এই নতুন পর্যায়ে গোয়েন্দা বিভাগের সম্পৃক্ততা মামলার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।