কলকাতা:
দুর্গাপূজার আবহে শুধু উৎসব নয়, ভাগাভাগি করার আনন্দও ছড়িয়ে দিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IEM) এবং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (UEM) গ্রুপ। প্রতিবছরের মতো এবছরও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আয়োজন করা হলো বিশেষ সামাজিক উদ্যোগ, যেখানে দুর্গাপূজার খুশি ভাগ করে নেওয়া হলো অনাথ শিশুদের সঙ্গে।
গ্রুপের শিক্ষক-শিক্ষিকাদের নেতৃত্বে ইউনিভার্সাল স্মাইল চাইল্ড কেয়ার সেন্টার-এর ৩৭ জন শিশু অংশ নেয় এই কর্মসূচিতে। ছোটরা নতুন জামাকাপড় পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় কলকাতার কয়েকটি জনপ্রিয় দুর্গাপূজা প্যান্ডেলে। দেবদর্শনের পাশাপাশি তারা উপভোগ করে উৎসবের উজ্জ্বল পরিবেশ।

প্যান্ডেল হপিং শেষে শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ উৎসবের ভোজ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করায় শিশুরা যেমন খুশি হয়েছে, তেমনই শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা মনে করেছেন এটাই দুর্গাপূজার প্রকৃত আনন্দ।
IEM-UEM গ্রুপের এক প্রতিনিধি এদিন বলেন—
“দুর্গাপূজা মানে শুধু উৎসব নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা ও অন্তর্ভুক্তিরও প্রতীক। এই শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের কাছে সর্বোচ্চ প্রাপ্তি। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাব।”
প্রতিষ্ঠানটির দাবি, শিক্ষা শুধু জ্ঞানার্জন নয়, এর সঙ্গে যুক্ত থাকতে হবে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা। সেই আদর্শকেই সামনে রেখে প্রতিবছর দুর্গাপূজার সময় তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ায়।
এই উদ্যোগ প্রমাণ করল যে, দুর্গাপূজা শুধু আলোকসজ্জা, মণ্ডপসজ্জা বা সাংস্কৃতিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভাগ করে নেওয়ার আনন্দ, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার উৎসব।