কাটোয়া কলেজে ফলাফল বিভ্রাটে চরম অনিশ্চয়তায় ৯২ জন পড়ুয়ার ভবিষ্যৎ!

নিউজ ফ্রন্ট, কাটোয়াঃ পূর্ব বর্ধমানের কাটোয়া কলেজে এক অভূতপূর্ব গাফিলতির ঘটনা সামনে এসেছে। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ার পরীক্ষায় বসা ৯২ জন ছাত্র-ছাত্রীর নাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পোর্টালে আপলোডই করা হয়নি। এর ফলে তাঁদের ফলাফলে শূন্য নম্বর দেখানো হয়েছে এবং সবাইকে অকৃতকার্য বলা হয়েছে।

এই বিভ্রাটের কারণে বিপাকে পড়েছেন পড়ুয়ারা। তাঁরা উচ্চশিক্ষার জন্য আবেদনপত্র তুলতে পারছেন না। আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার শেষ তারিখ, তার আগেই সমস্যার সমাধান না হলে এক বছরের ক্ষতি হবে তাঁদের।

বৃহস্পতিবার সমস্যার সমাধানের দাবিতে ছাত্র-ছাত্রীরা কলেজ অধ্যক্ষ নির্মলেন্দু সরকারের কাছে স্মারকলিপি জমা দেন। অধ্যক্ষ বলেন, “এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভাগীয় প্রধানদের গাফিলতির কারণেই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হয়েছে। আমরা ইতিমধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছি।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সৈয়দ আব্দুল কাদের স্বীকার করেছেন, পোর্টাল চালু হওয়ার সময় তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন এবং এর ফলে যোগাযোগ ঘাটতি হয়েছে। একইভাবে ইতিহাস বিভাগের প্রধান রবি রঞ্জন সেনও দায় স্বীকার করেছেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।

ঘটনা ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও তুঙ্গে। কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের কনভেনার কচি শেখ অভিযোগ করেছেন, “প্রতিবছরই এই কলেজে নম্বর বিভ্রাটের ঘটনা ঘটে। এর জন্য পড়ুয়াদের বছর নষ্ট হচ্ছে। আমরা প্রয়োজনে আন্দোলনে নামব।”

এদিকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সমস্যার সমাধান হবে কি না, সেদিকেই এখন তাকিয়ে সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *