ইলিশ উৎসবের গন্ধে দুই বাংলার সুরের সেতুবন্ধন
নিউজ ফ্রন্ট | কলকাতা | ৭ আগস্ট ২০২৫:
আসন্ন পুজোয় মুক্তি পেতে চলা বহুল প্রতীক্ষিত বাংলা ছবি ‘রক্তবীজ ২’-এর প্রথম গান ‘ও বাবুর মা’ আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। বর্ষার সিজন এবং বাঙালির ইলিশ প্রেমকে কেন্দ্র করে তৈরি এই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
গানের সুরে মৌসুমী উৎসবের ঘ্রাণ
সুরজিৎ চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে তৈরি ‘ও বাবুর মা’ গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। গানটিতে একদিকে যেমন রয়েছে ইলিশ ভাজার গন্ধ, তেমনই অন্যদিকে রয়েছে দুই বাংলার মিলনের সুর। গানের ভাষায় যেমন ঠাঁই পেয়েছে পশ্চিমবঙ্গের কথ্য রীতি, তেমনই দেখা যাচ্ছে বাংলাদেশের আঞ্চলিক টানও।

পর্দায় উৎসবের আমেজ
গানটির ভিডিওতেও চমক রয়েছে। চিত্রায়নে দেখা গিয়েছে বর্ষাকালের ঘরোয়া পরিবেশে ইলিশ ভাজার দৃশ্য। পর্দায় প্রাণ দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, মানসী সিনহা সহ ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্ররা। তাঁদের সংলাপহীন উপস্থিতি ও অভিব্যক্তিই গানের পরতে পরতে তুলে ধরেছে উৎসবের আমেজ।
বহুল আলোচিত সিক্যুয়েল
২০২৩ সালের ব্লকবাস্টার ‘রক্তবীজ’-এর সিক্যুয়েল এই ‘রক্তবীজ ২’, পরিচালনায় যথারীতি সফল পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির টিজার দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। এবার প্রথম গান প্রকাশের সঙ্গে সঙ্গে সেই উন্মাদনা আরও তুঙ্গে পৌঁছেছে।
উৎসবের মরসুমে ইলিশ, গান আর সিনেমার এই ত্র্যহস্পর্শ— ‘রক্তবীজ ২’-এর প্রোমোশনে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে। গানটি ইতিমধ্যে ইউটিউব ও বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শক-শ্রোতাদের মন জয় করতে শুরু করেছে।