নিউজ ফ্রন্ট, পাটনা, নভেম্বর ৬:
বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ আজ সম্পন্ন হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। মোট ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়ে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা পর্যন্ত গড়ে ৬০.১৩ শতাংশ ভোটদান হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে কিছু নির্দিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ এক ঘণ্টা আগে শেষ করা হয়। সিমরি ভক্তিয়ারপুর, মহিশি, তারাপুর, মুঙ্গের, জামালপুর এবং সুর্যগড় বিধানসভা এলাকার মোট ৫৬টি বুথে বিকেল ৫টার মধ্যেই ভোটগ্রহণের কাজ শেষ হয়।
জেলা ভিত্তিক ভোটদানের হার অনুযায়ী, বেগুসরাইয়ে সর্বাধিক ভোট পড়েছে — ৬৭.৩২ শতাংশ। গোপালগঞ্জে ৬৪.৯৬%, বৈশালিতে ৫৯.৪৫%, দরভাঙ্গায় ৫৮.৩৮%, বক্সারে ৫৫.১০%, পাটনায় ৫৫.০২% এবং শেখপুরায় ৫২.৩৬% ভোটদানের হার রেকর্ড হয়েছে।

ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলা ভোটারদের অংশগ্রহণ ছিল উৎসাহজনক। কোথাও বড় কোনও অশান্তির খবর মেলেনি, যদিও কিছু বুথে ইভিএম বিভ্রাটের কারণে ভোট শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছিল বলে কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে মোট ১২২টি আসনে। শেষ দফার ভোটের পর গণনা হবে ১৪ নভেম্বর, যার পরই প্রকাশ পাবে বিহারের নতুন বিধানসভার ফলাফল। প্রথম দফার শান্তিপূর্ণ ভোটগ্রহণে খুশি নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম দফায় গড়ে ৬০ শতাংশের ওপরে ভোটদানের হার শাসক জোট এবং বিরোধী গোষ্ঠী উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।