শিয়ালদা বিভাগে নতুন যাত্রার প্রস্তুতি, রুট ও ভাড়া এখনও চূড়ান্ত হয়নি
নিউজ ফ্রন্ট কলকাতা: পূর্ব রেলে শীঘ্রই চালু হতে চলেছে প্রথম বাতানুকূল (এসি) লোকাল ট্রেন সেবা। এই নতুন সুবিধার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই এসেছে আধুনিক এসি EMU রেকটি। গত সোমবার শিয়ালদা ডিভিশনের রাণাঘাট স্টেশনে এসে পৌঁছেছে এই প্রথম বাতানুকূল ট্রেনটি।
পূর্ব রেলের প্রিন্সিপল চিফ কমার্শিয়াল ম্যানেজার ডক্টর উদয় কুমার ঝা জানিয়েছেন, যদিও এসি রেকটি এসে গেছে, তবে এর চলাচলের রুট, সময়সূচি এবং ভাড়ার হার এখনও চূড়ান্ত করা হয়নি।
এই নতুন সেবা চালু হলে পূর্ব রেলের যাত্রীরা আরও আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন। শিয়ালদা অঞ্চলের লাখো যাত্রীর কাছে এটি একটি বহুল প্রতীক্ষিত সুবিধা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শীঘ্রই রুট নির্ধারণ, সময়সূচি প্রস্তুত এবং যুক্তিসঙ্গত ভাড়া নির্ধারণ করে এই এসি লোকাল ট্রেন সেবা চালু করা হবে। এর ফলে পূর্ব রেলের উপ-শহুরে পরিবহন ব্যবস্থায় আসবে নতুন মাত্রা।