নিউজ ফ্রন্ট, কলকাতাঃ শিক্ষাক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামীকাল রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষা ঘিরে আগ্রহ, উত্তেজনা ও চাপা উদ্বেগ সর্বত্রই স্পষ্ট।
স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, এবারের পরীক্ষায় মোট শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৫১৪। আর এই পদগুলির জন্য লড়াই করবেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০ পরীক্ষার্থী। রাজ্যের মোট ৪৭৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই নিয়োগ প্রক্রিয়া বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ, ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের পর সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের ভিত্তিতেই নবম-দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা গত ৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়, যা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুধু নতুন পরীক্ষার্থীরাই নন, বরং চাকরি হারানো যোগ্য শিক্ষকরাও পুনরায় এই পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। ফলে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞ মহলের মতে, এই পরীক্ষা শুধুমাত্র চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থায়ও নতুন গতি আনবে। শিক্ষক শূন্যতার সমস্যায় ভুগছে একাধিক স্কুল, সেখানে নতুন শিক্ষক যোগ দিলে পড়াশোনার মানোন্নয়ন হবে বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের এই পরীক্ষা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় ঘোরাতে চলেছে। আগামীকালকের পরীক্ষা কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং পরবর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়া কত দ্রুত শেষ হয়, এখন সেদিকেই তাকিয়ে শিক্ষাজগৎ।