পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া তদারকির জন্য অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্তকে ‘বিশেষ রোল পর্যবেক্ষক’ হিসাবে নিয়োগ করল কমিশন

নিউজ ফ্রন্ট, কলকাতা:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ECI)। শুক্রবার অবসরপ্রাপ্ত আইএএস (IAS) অফিসার সুব্রত গুপ্তকে পশ্চিমবঙ্গের ‘বিশেষ রোল পর্যবেক্ষক’ (Special Roll Observer) হিসাবে নিয়োগ করা হয়েছে।

নিউজ এজেন্সি পিটিআই (PTI) সূত্রে খবর, সুব্রত গুপ্তের পাশাপাশি আরও ১২ জন আইএএস অফিসারকে নির্বাচনী রোল পর্যবেক্ষক‘ (Electoral Roll Observers) হিসেবে নিয়োগ করেছে কমিশন। এই কর্মকর্তারা SIR প্রক্রিয়ার পর ভোটার তালিকা তৈরির মূল বিষয়গুলি তদারকি করবেন এবং জেলা নির্বাচন আধিকারিক (DEO) ও নির্বাচনী রেজিস্ট্রেশন আধিকারিক (ERO)-দের প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নিতে সহায়তা করবেন।

১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার সুব্রত গুপ্তের মূল দায়িত্ব হবে বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া যেন নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই সম্পন্ন হয়, তা নিশ্চিত করা। ভোটার তালিকায় যেন যোগ্য কোনো ব্যক্তি বাদ না পড়েন এবং অযোগ্য কোনো ভোটার যেন অন্তর্ভুক্ত না হন, সেই বিষয়ে কড়া নজরদারি চালানো। এই নিয়োগের মাধ্যমে SIR প্রক্রিয়ার সামগ্রিক তদারকির দায়িত্ব সুব্রত গুপ্তের ওপর ন্যস্ত হলো।

ভোটার তালিকা তৈরির গুরুত্বপূর্ণ দিকগুলো তদারকি করতে এবং DEO-দের সহায়তা করার জন্য ECI ১২ জন আইএএস অফিসারকে বিভিন্ন জেলার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার দায়িত্বে থাকবেন স্মিতা পাণ্ডে। মুর্শিদাবাদ ও মালদায় দায়িত্ব দেওয়া হয়েছে তন্ময় চক্রবর্তীর হাতে। উত্তর ২৪ পরগনা এবং কলকাতা উত্তর এলাকায় পর্যবেক্ষকের দায়িত্বে থাকছেন রণধীর কুমার, আর দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা দক্ষিণে দায়িত্ব পেয়েছেন সি মুরুগান। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির দায়িত্বে রাখা হয়েছে আর অরজুনকে। হাওড়ায় দায়িত্ব পেয়েছেন রাজীব কুমার। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দায়িত্বে থাকবেন নীলম মীনা। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে দায়িত্বে আছেন অশ্বিনী কুমার যাদব, আর দার্জিলিং ও কালিম্পং পর্যবেক্ষণ করবেন নিরঞ্জন কুমার। পুরুলিয়া ও বাঁকুড়ায় দায়িত্বে থাকবেন দেবীপ্রসাদ করনম। নদিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রচনা ভগতকে, আর হুগলিতে দায়িত্ব পেয়েছেন বিশ্বনাথ।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল SIR প্রক্রিয়ায় ‘পক্ষপাতিত্ব’ ও ‘অমানবিকতা’র অভিযোগ তুলে শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তীব্র অসন্তোষ প্রকাশ করে। এরপরই নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিল। এই নিয়োগের ফলে SIR প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক দলগুলিকে এক প্রকার বার্তা দেওয়া হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *