আগামী ১২ জুলাই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বহু প্রতীক্ষিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হতে চলেছে

নিউজ ফ্রন্ট, কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ১২ জুলাই উত্তরবঙ্গের বহু প্রতীক্ষিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করতে পারেন। আইনমন্ত্রী মলয় ঘটক আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন।

আজ বিধানসভায় আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ওই দিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।

তবে আলিপুরদুয়ারে নতুন আদালত কবে চালু হবে সেটা সম্পূর্ণভাবে হাইকোর্টের উপরে নির্ভর করছে বলে আইনমন্ত্রী জানিয়েছেন।

মলয় ঘটক জানান, বর্তমানে রাজ্যে সরকারি বেসরকারি মিলিয়ে ৩৫টি আইন কলেজ রয়েছে। এর মধ্যে তিরিশটি বেসরকারি কলেজ।

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী কাঠামোর কাজ শুরু হলে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার সব মামলাগুলো এখানে চলে আসবে।

জলপাইগুড়ির পাহাড়পুরে জাতীয় সড়কের ধারে প্রায় ৫৩ একর জমিতে সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এতে রয়েছে ১৩টি কোর্টরুমের পাশাপাশি বিচারপতিদের বাংলো, থানা এবং আনুসঙ্গিক সব পরিকাঠামো।

উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সার্কিট বেঞ্চ স্থাপনার। এর ফলে এই অঞ্চলের মানুষদের বিচারিক কাজের জন্য আর কলকাতায় যেতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *