মহেশতলার হিংসায় এনআইএ তদন্তের দাবি বিজেপির, হাইকোর্টে শুভেন্দু

নিউজ ফ্রন্ট, কলকাতা, ১৪ জুন:

দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় গত ১১ জুন ব্যাপক ভাঙচুর, পুলিশের উপর হামলা ও লুটপাটের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবি উত্থাপন করেন।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ১১ তারিখের হিংসার পর রাজ্য সরকারের তরফে নিরাপত্তা না মেলায় মানুষ আতঙ্কে রয়েছে। সুপরিকল্পিত এই হামলায় এখনো পর্যন্ত ২৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি জানান।

বিরোধী দলনেতা অভিযোগ করেন, একদিকে ১৬৩ ধারা জারি করে বিজেপিকে ওই স্থানে যেতে বাধা দেওয়া হচ্ছে, অন্যদিকে ত্রাসের রাজত্ব কায়েম করছে শাসক দল। বিজেপি এবং আরএসএসকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

মহেশতলায় যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার এই আবেদনের জরুরি শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

শুভেন্দু অধিকারী একজন বিধায়ককে নিয়ে মহেশতলা ও রবীন্দ্রনগর থানা এলাকার আক্রান্তদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। পুলিশ সুপারের কাছে তিনি আবেদন জানালেও পুলিশ সুপার সেই আবেদন নাকচ করে দেন। তারপরই বিরোধী দলনেতা হাইকোর্টের দ্বারস্থ হন।

এদিকে মহেশতলায় সাম্প্রতিক হিংসার ঘটনার পর সেখানে বলবৎ ভারতীয় ন্যায় সংহিতার ১৬ৣ নম্বর ধারার মেয়াদ আরও তিনদিন বাড়ানো হয়েছে। এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে। বুধবার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মহেশতলা ও পার্শ্ববর্তী এলাকায় পরিস্থিতি এখনও থমথমে।

উত্তেজনার আবহে প্রশাসনিক পরিবর্তনও ঘটেছে। রবীন্দ্রনগর থানার ইনচার্জ ও মহেশতলার এসডিপিওকে বদলি করা হয়েছে। ইনচার্জ মুকুল মিঁঞাকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন মালদার রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজনকুমার রায়।

মহেশতলার নতুন এসডিপিও হয়েছেন সৈয়দ রেজাউল কবীর। ওই পদে থাকা কামরুজ্জামান মোল্লাকে বদলি করা হয়েছে স্টেট আর্মড পুলিশের (এসএপি) তৃতীয় ব্যাটেলিয়নের সহকারী কমান্ডান্ট পদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *