টেস্ট সিরিজের সূচনা ইডেনে: প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা ১৫৯-এ অলআউট, জবাবে ভারত ৩৭/১

ইডেন গার্ডেন্স, কলকাতা:

ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিন ইডেন গার্ডেন্সে দারুণ বোলিংয়ের প্রদর্শনী দেখালেন জশপ্রীত বুমরাহ। টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলেও ভারতীয় বোলারদের ধারাবাহিক চাপ সামলাতে পারেনি প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৯ রানে।

দক্ষিণ আফ্রিকার শুরুটা মোটেও ভালো ছিল না। টপ অর্ডারের কেউই বড় রান করতে পারেননি। এইডেন মার্করাম ৩১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা টেকেনি। উইয়ান মুলডার ও টনি ডি জোরজি দু’জনেই ২৪ রান করে ফেরেন। মধ্য ও নীচের সারির ব্যাটসম্যানরাও ভারতীয় বোলিংয়ের আক্রমণ সামলাতে ব্যর্থ হন।

ভারতের হয়ে আগুনে বোলিং করেন জশপ্রীত বুমরাহ। প্রথম সেশনে লাইন–লেংথ দিয়ে ব্যাটসম্যানদের চাপে রেখে পরে সেশনেই ধারাবাহিকভাবে উইকেট তুলতে থাকেন তিনি। দিনের শেষে বুমরাহর নামের পাশে পাঁচটি উইকেট। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ১৬তম পাঁচ উইকেট শিকার। মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব দু’জনেই দুটি করে উইকেট নেন। একটি উইকেট যায় অক্ষর প্যাটেলের ঝুলিতে।

প্রোটিয়াদের ১৫৯ রানের জবাবে ভারত শান্তভাবে ইনিংস শুরু করে। দিনের শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৭। ওপেনার যশস্বী জয়সওয়াল ১২ রান করে মার্কো জনসেনের বলে আউট হন। অন্যদিকে, ক্রিজে অপরাজিত রয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান—কে এল রাহুল ১৩ ও ওয়াশিংটন সুন্দর ৬।

দিনের শুরুর অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের ইডেন গার্ডেন্সে ঘণ্টা বাজিয়ে ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করা। দর্শকাসনে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা এ মুহূর্তকে উচ্ছ্বাসে স্বাগত জানান।

ইডেনে প্রথম দিন স্পষ্টতই ভারতের দাপট। দ্বিতীয় দিনে ব্যাট হাতে রাহুল–সুন্দর জুটি ভারতকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *