নিউজ ফ্রন্ট, কলকাতাঃ
দীর্ঘ ছয় বছরের অপেক্ষা। ক্রিকেটের নন্দনকানন কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ফের ফিরতে চলেছে টেস্ট ক্রিকেটের আমেজ। শুক্রবার শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ, যেখানে শুভমান গিলের নেতৃত্বে ভারত মুখোমুখি হবে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) তালিকায় ৬১.৯ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই সিরিজে জয় পেলে ২০২৭ সালের লর্ডসের ফাইনালের লক্ষ্যের দিকে আরও একধাপ এগোবে দল। দলে ফিরেছেন সহ-অধিনায়ক ঋষভ পন্ত। তার উপস্থিতি ব্যাটিং লাইনআপে বাড়িয়েছে গভীরতা। সঙ্গে রয়েছেন শুভমান গিল, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। পেস অ্যাটাকের দায়িত্ব থাকছে মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরার কাঁধে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের অভিজ্ঞতার ভরসায় নামছে। অধিনায়ক টেম্বা বাভুমা তাকিয়ে থাকবেন কাগিসো রাবাডা, এডেন মারক্রাম ও কেশব মহারাজের দিকে। অতীতের মতো আগ্রাসী পেস আক্রমণের পাশাপাশি এবার তাদের হাতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী স্পিন ইউনিট, যা ভারতীয় মাটিতে চাপ তৈরি করতে পারে।
সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর গুয়াহাটিতে। ইডেনে ফের টেস্ট ক্রিকেট ফিরতে চলায় কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।