নিউজ ফ্রন্ট, খেজুরি, পূর্ব মেদিনীপুর
দুই ব্যক্তির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে আজ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্ধ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সকাল থেকেই বন্ধ ছিল এলাকার অধিকাংশ দোকানপাট, জনবহুল রাস্তা থেকেও উধাও যানবাহন। বন্ধ রাখা হয় রসুলপুর নদীর ফেরি পরিষেবাও।
দিনভর হেঁড়িয়া, বাঁশগোড়া, কলাগেছিয়া সহ একাধিক এলাকায় বন্ধ সমর্থকদের তৎপরতা দেখা যায়। বাঁশগোড়ায় একটি ট্রাকে ভাঙচুরের অভিযোগ ওঠে বন্ধ সমর্থকদের বিরুদ্ধে। খেজুরি বিদ্যাপীঠের কাছে হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়ক অবরোধ করা হয়। রাস্তার উপর ফলের পেটি ফেলে যান চলাচল ব্যাহত করে উত্তেজনা সৃষ্টি হয়।
বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কাঁথির এসডিপিও এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে প্রায় চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
বন্ধ সমর্থনে খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিকের নেতৃত্বে একাধিক মিছিল বের হয়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত পদযাত্রা করেন। মিছিল শেষে এক সভা থেকে তিনি অভিযোগ করেন, ওই দুই ব্যক্তি “খুন” হয়েছেন এবং প্রশাসন ঘটনা ধামাচাপা দিতে চাইছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধে জোর করে দোকানপাট বন্ধ করানো, সরকারি কাজে বাধা এবং ভাঙচুরের অভিযোগে অন্তত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
এই বন্ধ ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও খেজুরি অঞ্চলে পরিস্থিতি এখনও অস্থির। তদন্তে রহস্যমৃত্যুর আসল সত্য উঠে আসে কিনা, সেটাই এখন দেখার।