নিউজ ফ্রন্ট, কলকাতা, ২৫ জুন: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির দায়ের করা মামলায় মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলীর জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে সিবিআইয়ের মামলা বিচারাধীন থাকায় এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর।
হাইকোর্টের আজকের পর্যবেক্ষণ অনুযায়ী, তদন্তে সহযোগিতা করার শর্তে কল্যাণময় গাঙ্গুলীর জামিন মঞ্জুর করা হয়েছে। তবে অন্য মামলার কারণে আপাতত বন্দী থাকতে হবে তাঁকে।
এর আগে গ্রুপ সি কর্মী নিয়োগের মামলাতেও জামিন পেয়েছিলেন কল্যাণময় গাঙ্গুলী। কিন্তু জামিন পাওয়ার পরপরই নবম-দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের মামলায় ফের গ্রেপ্তার হন তিনি। ফলে তখনও তিনি জেল থেকে ছাড়া পাননি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই উভয় সংস্থাই তদন্ত চালিয়ে যাচ্ছে। মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে কল্যাণময় গাঙ্গুলী এই দুর্নীতির অন্যতম অভিযুক্ত একজন। যদিও ইডির মামলায় জামিন পেয়েছেন, তবে সিবিআইয়ের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারেই থাকতে হবে।