নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: ফের বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল দুই বাংলাদেশি নাগরিক। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জয়রামপুর বাঁধ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ভাইরুল ইসলাম এবং হারুন শেখ। তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে জয়রামপুর এলাকায় কিছু বহিরাগত ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি বিশেষ টহলদারি দল ওই এলাকায় অভিযানে যায়। জয়রামপুর বাঁধের ধারে অন্ধকারের মধ্যে দুই ব্যক্তিকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখেন পুলিশকর্মীরা।
পুলিশ ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এরপর তাদের কাছে ভারতে প্রবেশের বৈধ পাসপোর্ট বা ভিসা দেখতে চাওয়া হয়। কিন্তু তারা কোনও বৈধ নথি বা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। এরপরই নিশ্চিত হওয়া যায় যে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
ধৃত ভাইরুল ইসলাম ও হারুন শেখ ঠিক কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল, তা জানতে জোরদার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন তারা কেবল কাজের সন্ধানে সীমান্ত পেরিয়েছে, নাকি এর পিছনে কোনও অপরাধমূলক অভিসন্ধি রয়েছে। তাদের সঙ্গে কোনও নিষিদ্ধ পাচারকারী চক্রের যোগসাজশ আছে কি না। সীমান্ত পার করে দেওয়ার জন্য স্থানীয় কোনও দালাল চক্র তাদের সাহায্য করেছিল কি না।
মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনা নতুন নয়, তবে প্রশাসনের কড়া নজরদারির ফলে একাধিকবার এই ধরনের প্রচেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে। ধৃতদের মঙ্গলবারই জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে।