কাঁকেড়, ছত্তিশগড় | ২৬ অক্টোবর ২০২৫
ছত্তিশগড়ের কাঁকেড় জেলায় আজ এক বড় সাফল্য পেয়েছে প্রশাসন। মোট ২১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। তাঁদের মধ্যে ১৩ জনই মহিলা মাওবাদী। উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা জানান, এই মাওবাদীরা কেশকাল ডিভিশনের কুয়েমারি ও কিসকোডো এরিয়া কমিটির সক্রিয় সদস্য ছিলেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ডিভিশন কমিটির সেক্রেটারি, চারজন ডিভিশন ভাইস কমিটি সদস্য, নয়জন এরিয়া কমিটি সদস্য এবং আটজন সাধারণ পার্টি কর্মী। তাঁরা প্রশাসনের কাছে মোট ১৮টি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে তিনটি একে-৪৭ রাইফেল, চারটি এসএলআর, দুটি ইনসাস, ছয়টি থ্রি-নট-থ্রি রাইফেল, দুটি সিঙ্গল-শট বন্দুক এবং একটি বিপিএল গ্রেনেড লঞ্চার।
উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন, সরকারের পুনর্বাসন নীতিতে বিশ্বাস রেখে এই মাওবাদীরা মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “ছত্তিশগড় সরকার মাওবাদ সমস্যার সমাধান শক্তির মাধ্যমে নয়, উন্নয়ন ও সংলাপের মাধ্যমে করতে চায়। আজকের এই আত্মসমর্পণ তারই প্রমাণ।” বিজয় শর্মা আরও বলেন, “যে সব যুবক-যুবতী ভুল পথে পা বাড়িয়েছিলেন, তাঁদের আমরা স্বাগত জানাচ্ছি। সরকার তাঁদের পুনর্বাসন, শিক্ষা ও জীবিকার ব্যবস্থা করবে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী মাওবাদীরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর লক্ষ্যবস্তু ছিলেন। তাঁদের অনেকের নামে একাধিক মামলা রয়েছে। আত্মসমর্পণের পর তাঁদের যাচাই প্রক্রিয়া ও পুনর্বাসন সংক্রান্ত নথি তৈরি শুরু হয়েছে।