কলকাতা, ২ জুলাই: কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে অতি সক্রিয়তা এবং বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার হরণের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
কসবা আইন কলেজে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশ সুকান্ত মজুমদার সহ দলের একাধিক নেতাকর্মীকে আটক করে। এরপর তাঁদের লালবাজারে নিয়ে গিয়ে সারারাত আটকে রাখা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনারকে চিঠি লিখেছিলেন সুকান্তবাবু। কিন্তু সেই চিঠির কোনও উত্তর না পাওয়ায় শেষ পর্যন্ত আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করেছেন যে, কলকাতা পুলিশ কমিশনার রাজ্যে বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করছেন। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে বিরোধী দলের মতামত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, যা পুলিশের অতি সক্রিয়তার কারণে ব্যাহত হচ্ছে।
এদিকে, গত সপ্তাহে দক্ষিণ ২৪ পরগণার বজবজে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা এবং তাঁর সরকারি কর্মসূচিতে বাধাদানের ঘটনায় গুরুতর পদক্ষেপ নিয়েছে লোকসভা সচিবালয়। রাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়ে ওই দিনের ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
লোকসভা সচিবালয়ের এই নোটিশে বজবজের ঘটনার সম্পূর্ণ বিবরণ, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, একজন কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ঘটনায় লোকসভা সচিবালয়ের এই হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যে বিরোধী দলের নেতাকর্মীদের উপর ক্রমবর্ধমান আক্রমণের পরিপ্রেক্ষিতে এই ঘটনাক্রম নতুন মাত্রা যোগ করেছে।