কর্মীদের খোলা চিঠিতে সোজাসাপটা সুকান্ত, “প্রথমে দেশ, তারপর দল, সবশেষে আমি”

নিউজ ফ্রন্ট | কলকাতা:

দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু দল ও দলের কর্মীদের প্রতি দায়িত্ববোধে এতটুকু ফাঁক রাখলেন না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এক খোলা চিঠিতে দলের কর্মীদের উদ্দেশে লিখলেন আবেগঘন বার্তা।

এই চিঠিতে তিনি লিখেছেন, রাজ্য সভাপতি হিসেবে তিন বছরের মেয়াদে বহু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। দলের সংগঠনকে চাঙ্গা করতে বহু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। যার জেরে অনেক সময় দলের অভ্যন্তরেই ক্ষোভ তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই সুকান্ত লিখেছেন, “আমার নেওয়া কোনও সিদ্ধান্তে কেউ যদি আহত হয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

লোকসভা নির্বাচনে বিজেপির রাজ্যে আসন সংখ্যা কমলেও, দলের ঘাঁটি যে মজবুত হয়েছে—সে কথা মনে করিয়ে দিয়েছেন এই বিজেপি নেতা। তাঁর কথায়, “গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও দলের সাংগঠনিক ভিত্তি অনেক বেশি সুদৃঢ় হয়েছে। এই শক্ত ভিত আগামীদিনে বিজেপির ভবিষ্যৎ রচনা করবে।”

চিঠির শেষে এসে তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে দেন এক মূল্যবান পরামর্শ। বলেন, “প্রথমে দেশ, তারপর দল, সবশেষে আমি। এই মন্ত্রেই চলতে হবে আমাদের। ব্যক্তি নয়, আদর্শই হোক পথপ্রদর্শক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *