নিউজ ফ্রন্ট ডেস্ক | লাচুং, সিকিম | ২ জুন ২০২৫
সিকিমের লাচুং-এ হঠাৎ ক্লাউডবার্স্ট ও প্রবল বৃষ্টিপাতের জেরে আটকে পড়া ১,৬৭৮ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করল প্রশাসন ও সেনা বাহিনীর যৌথ দল। ২৯ মে, উত্তর সিকিমের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে একাধিক ভূমিধ্বস, রাস্তা ধস এবং সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ প্রথম পর্যায়ে ১৮টি পর্যটকবাহী গাড়ির একটি দল, জেলা শাসক অনন্ত জৈনের নেতৃত্বে ফিদাং (লোয়ার জোংগু) পৌঁছায়। ইতিমধ্যে ২৮৪টি গাড়ি এবং ১৬টি বাইক থেং চেকপোস্ট পার হয়ে গ্যাংটকের পথে রওনা দিয়েছে।
এই বড়সড় উদ্ধারকাজ সফলভাবে সম্পন্ন হয় সেনাবাহিনী, জেলা প্রশাসন, বর্ডার রোড অর্গানাইজেশন (BRO), ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP), পুলিশ, বন দফতর, লাচুং ডজুমসা, টিএএএস, এসএইচআরএ, ড্রাইভার অ্যাসোসিয়েশন এবং স্থানীয় বাসিন্দাদের মিলিত প্রচেষ্টায়।

প্রবল বৃষ্টিতে লাচেন, লাচুং ও গুরুডোংমার যাওয়ার মূল রাস্তাগুলিতে ধ্বস নামে। মিনসিথাং এবং জীমা এলাকায় দুটি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় লাচেন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জেলা শাসক অনন্ত জৈন জানান, “সকল দফতরের আন্তরিক প্রচেষ্টার জন্যই এই বিশাল উদ্ধার অভিযান সম্ভব হয়েছে। আজকের মধ্যেই লাচুং থেকে সমস্ত পর্যটককে লাচুং-চুংথাং-সিফগিয়ের-ফিদাং রুট হয়ে গ্যাংটক পৌঁছে দেওয়া হবে।”
সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, ২৮৪টি গাড়ি ও ১৬টি বাইকে মোট ১,৬৭৮ জন পর্যটক থেং চেকপোস্ট অতিক্রম করেছে। অন্যদিকে, লাচেনের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের কাজ জোরকদমে চলছে।
