নিউজ ফ্রন্ট, বহরমপুরঃ
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি আরও এক ধাপ এগোল বহরমপুরে। বুধবার বহরমপুরে সরেজমিন পরিদর্শনে যান সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়। এদিন তিনি বহরমপুর গার্লস কলেজ এবং কলেজ সংলগ্ন YMA মাঠ ঘুরে দেখেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে কলেজ সংলগ্ন YMA মাঠকে ডিসিআরসি (DCRC – Distribution & Collection Centre) হিসেবে ব্যবহার করা হবে। অন্যদিকে, বহরমপুর গার্লস কলেজকে স্ট্রং রুম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে নির্বাচন-পরবর্তী সময়ে ইভিএম ও ভিভিপ্যাট সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
পরিদর্শনের সময় মহকুমা শাসক YMA মাঠে ডিসিআরসি কেন্দ্র গড়ে তোলার সম্ভাব্য পরিকল্পনা খতিয়ে দেখেন। সেখানে ভোটকর্মীদের প্রবেশ ও প্রস্থান পথ, যানবাহন চলাচল, পার্কিং ব্যবস্থা, অস্থায়ী শেড, বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা, শৌচালয় এবং জরুরি পরিষেবার বিষয়গুলি বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা হয়। ভোটকর্মীদের নির্বিঘ্ন যাতায়াত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা কীভাবে নিশ্চিত করা যায়, সে নিয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।
অন্যদিকে, বহরমপুর গার্লস কলেজে স্ট্রং রুম হিসেবে ব্যবহারের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। কলেজ ভবনের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সংযোগ ও ব্যাকআপ ব্যবস্থা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা নিরাপত্তা মোতায়েনের সম্ভাব্য রূপরেখা নিয়ে পর্যালোচনা করেন মহকুমা শাসক। এদিন তিনি গোটা এলাকা ঘুরে একটি প্রাথমিক খসড়া স্কেচও তৈরি করেন।