গণিত, ভূগোল, ভৌতবিজ্ঞান সহ একাধিক বিষয়ে শিক্ষকের অভাব, ব্যাহত পঠন-পাঠন
পুরুলিয়া, ২৬ জুলাই ২০২৫: শিক্ষাক্ষেত্রে উন্নতির দাবিতে এবার আন্দোলনে নামলো পুরুলিয়ার বান্দোয়ানের ধাদকা আঞ্চলিক হাই স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। স্কুলে সব বিষয়ের শিক্ষক নিয়োগ এবং সুষ্ঠু পঠন-পাঠনের দাবিতে তাঁরা টানা আন্দোলন শুরু করেছেন।
জানা গেছে, ধাদকা আঞ্চলিক হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৫০০-রও বেশি। অথচ, এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর জন্য গণিত, ভূগোল, ভৌতবিজ্ঞান সহ নানা বিষয়ের শিক্ষকের তীব্র অভাব রয়েছে। শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাসও হয় না, যার ফলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক সিংহ মহাপাত্র এই সমস্যার কথা স্বীকার করে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষকের অভাবে পঠন-পাঠন ব্যাহত হচ্ছে এবং এই বিষয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
শিক্ষার্থীদের এই আন্দোলন স্থানীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়োগের সমস্যাটিকে আবারও সামনে নিয়ে এসেছে। দ্রুত শিক্ষক নিয়োগ করে শিক্ষার্থীদের সুষ্ঠু পঠন-পাঠনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।