নিউজ ফ্রন্ট, কলকাতা, নভেম্বর ৬:
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে আজ আলিপুরদুয়ার সফর করলেন নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দলটিতে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. জোশি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল।
আলিপুরদুয়ারের কালেক্টরেট মিটিং হলে সকালে শুরু হয় বৈঠক। উপস্থিত ছিলেন জেলার নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক (ইলেকশন), জেলা নির্বাচন দফতরের আধিকারিক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO), অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) এবং প্রযুক্তি আধিকারিকরা। বৈঠকে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কাজের অগ্রগতি ও মান যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী বৈঠকে উপস্থিত আধিকারিকদের নির্দেশ দেন যেন কোনো প্রকৃত ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এবং মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত বা দ্বৈত নামের মতো অযোগ্য ভোটারদের নাম যেন তালিকায় না থাকে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা নির্বাচন আধিকারিকদের পরামর্শ দেন, বুথ লেভেল অফিসারদের (BLO) মাধ্যমে গণনা ফর্ম বিতরণে সতর্কতা ও নির্ভুলতা বজায় রাখতে হবে।
এছাড়াও বৈঠকে BLO App এবং SIR প্রক্রিয়া নিয়ে বিশদ প্রেজেন্টেশন দেওয়া হয়, যেখানে কমিশনের প্রতিনিধি দল কর্মকর্তাদের যাবতীয় সংশয় দূর করেন। BLO-দের নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইয়ের কাজ শেষ করতে এবং কাজের সময় পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুরদুয়ারে বৈঠক শেষে প্রতিনিধি দলটি দুপুরে কোচবিহারে যান, যেখানে তারা জেলার নির্বাচন প্রস্তুতি ও SIR-এর অগ্রগতি পর্যালোচনা করেন। আগামীকাল প্রতিনিধি দলটি জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করবেন এবং এরপর শিলিগুড়িতে দার্জিলিং জেলার নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখবেন।
শনিবার প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্যের বিভিন্ন জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অগ্রগতি ও নির্ভুলতা নিশ্চিত করতেই নির্বাচন কমিশনের এই বিশেষ সফর বলে প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা।