টিকিট কেলেঙ্কারিতে রেলওয়ের কড়া কোপ! ২.৫ কোটি ভুয়ো আইডি বন্ধ

নিউজ ফ্রন্ট ডেস্ক | ৪ জুন |

অসাধু এজেন্টদের মাধ্যমে বেআইনি টিকিট বুকিং রুখতে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রায় ২.৫ কোটি সন্দেহজনক ইউজার আইডি নিষ্ক্রিয় করা হয়েছে।

রেল মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, অত্যাধুনিক অ্যান্টি-বট প্রযুক্তি এবং শীর্ষস্থানীয় কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) পরিষেবা সংস্থার সহযোগিতায় এই সাফল্য এসেছে। ফলে, বিশেষ করে তৎকাল বুকিংয়ের প্রথম পাঁচ মিনিটে যে ভুয়ো বট অ্যাকটিভিটি চোখে পড়ে, তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

রেল সূত্রে আরও জানানো হয়েছে, গত মাসের ২২ তারিখে নতুন প্রযুক্তির মাধ্যমে প্রতি মিনিটে সর্বোচ্চ ৩২ হাজার টিকিট বুকিং এর রেকর্ডও গড়েছে ইন্ডিয়ান রেলওয়েজ।

উন্নত ব্যবস্থার মাধ্যমে জেনুইন ব্যবহারকারীদের জন্য বুকিং সহজ ও স্বচ্ছ হয়েছে। একইসঙ্গে, নতুন ইউজার প্রোটোকল চালু করা হয়েছে—

  • যারা আধার দিয়ে ভেরিফায়েড নন, তারা রেজিস্ট্রেশনের তিনদিন পর থেকে ওপেনিং, তৎকাল বা প্রিমিয়াম তৎকাল টিকিট কাটতে পারবেন।
  • তবে আধার-ভেরিফায়েড ইউজাররা কোনও বিলম্ব ছাড়াই টিকিট কাটতে পারবেন।

রেল কর্তৃপক্ষের দাবি, এই নয়া পদক্ষেপে টিকিট কাটার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে এবং সাধারণ যাত্রীরা আরও বেশি সুফল পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *