উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কর্মী কল্যাণ নিয়ে রাজ্যস্তরের কর্মশালা বহরমপুর গার্লস কলেজে

বহরমপুর, ১৮ জুন: পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মী কল্যাণ ও মূল্যায়ন ব্যবস্থা নিয়ে আজ বহরমপুর গার্লস কলেজে অনুষ্ঠিত হলো রাজ্যস্তরের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা। কলেজের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেল (IQAC) এই কর্মসূচির আয়োজন করে।

সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ, কান্দি রাজ কলেজ, ডোমকল গার্লস কলেজ এবং মুরলীধর গার্লস কলেজের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। অমিয় রাও কনফারেন্স হলে সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক শ্রী রাজর্ষি মিত্র। পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. হেনা সিনহা।

কর্মশালায় চারটি প্রযুক্তিগত অধিবেশনে বিভিন্ন বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন:

প্রথম অধিবেশন: নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ এবং বিশিষ্ট কবি ড. জয়দীপ সরঙ্গী “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মানব সম্পদ অপ্টিমাইজেশনে সফট স্কিল” বিষয়ে বক্তব্য রাখেন।

দ্বিতীয় অধিবেশন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. সেলিম বক্স মণ্ডল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের বিশেষ উল্লেখসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষকেতর কর্মীদের জন্য রাজ্য সরকারের কল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

তৃতীয় অধিবেশন: চাপড়া সরকারি জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সুভাষিস পাণ্ডা পারফরম্যান্স ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মী মূল্যায়ন পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন।

চতুর্থ অধিবেশন: রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের সহযোগী অধ্যাপক ড. অসিম মণ্ডল কর্মী কল্যাণ এবং CAS/স্ব-মূল্যায়ন সহজীকরণ বিষয়ে আলোচনা করেন।

কলেজের অধ্যক্ষ ড. হেনা সিনহা বলেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণমান ও কার্যকারিতা নিশ্চিত করতে হলে আমাদের শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও যথাযথ মূল্যায়ন অপরিহার্য। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রতিষ্ঠানগুলিকে আরও দক্ষ ও কর্মীবান্ধব করে তুলতে হবে। আমাদের কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কল্যাণমূলক ব্যবস্থা এবং স্বচ্ছ মূল্যায়ন পদ্ধতি গড়ে তোলার মাধ্যমেই আমরা শিক্ষার মানোন্নয়ন ঘটাতে পারি।”

এদিন সেমিনারের পাশাপাশি জেলা শাসক রাজর্ষি মিত্রের হাতে উন্মোচিত হয় ন্যাকের গ্রেড সার্টিফিকেট। উল্লেখ্য, এই বছর জেলার একমাত্র কলেজ হিসাবে ন্যাকের মূল্যায়নে ‘A’ পেয়েছে বহরমপুর গার্লস কলেজ। জেলাশাসক কলেজের এই সাফল্যে ভূয়সী প্রশংসা করেন এবং সবসময় কলেজের পাশে থাকার আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মুরলীধর গার্লস কলেজের অধ্যক্ষা ড. কিঞ্জলকিনী বিশ্বাস, সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজের অধ্যক্ষ ড. সুপম মুখার্জি, কান্দি রাজ কলেজের অধ্যক্ষা ড. সোমা দত্ত এবং ডোমকল গার্লস কলেজের অধ্যক্ষ ড. অলক কুমার দাস বক্তব্য রাখেন।

সমাপনী অধিবেশনে কলেজের NAAC সমন্বয়কারী ড. মধু মিত্র সমাপনী ভাষণ দেন এবং IQAC সমন্বয়কারী ড. ভাস্কর মহানায়ক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই কর্মশালা রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মী কল্যাণ ও মূল্যায়ন ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *