নির্বাচন কমিশনের ‘সম্পূর্ণ স্বতন্ত্র’ করার নির্দেশকে চ্যালেঞ্জ, বিধানসভার অধ্যক্ষের মন্তব্য
নিউজ ফ্রন্ট, কলকাতা, ২৫ জুলাই: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে (Chief Electoral Officer’s Office) রাজ্য সরকারের প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ থেকে ‘সম্পূর্ণ স্বতন্ত্র’ করে গড়ে তোলার যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে, তা নিয়ে রাজ্য প্রশাসন আইনি পরামর্শ নিচ্ছে। কীভাবে এই নির্দেশ ঠেকানো যায়, তা নিয়ে রাজ্য প্রশাসন আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে বলে জানা গেছে।
এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা অবশ্যম্ভাবী। তিনি বলেন, “ওই দপ্তরের কর্মীদের রাজ্য সরকার নিয়োগ করে, রাজ্যের অর্থ দপ্তরই তাঁদের বেতন দেয়। অথচ ওই দপ্তরের উপর রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না—তা হতে পারে না।” অধ্যক্ষের এই মন্তব্য রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
নির্বাচন কমিশনের নির্দেশটি রাজ্যের প্রশাসনিক কাঠামোতে একটি বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। কমিশন চাইছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং রাজ্য সরকারের কোনো প্রভাব তার কার্যক্রমে না পড়ে। তবে, রাজ্য প্রশাসনের যুক্তি হলো, যেহেতু কর্মীদের নিয়োগ এবং বেতন রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়, তাই দপ্তরের উপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকা স্বাভাবিক।
এই আইনি লড়াইয়ের ফলাফল কী হয়, তার উপর রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। এই বিষয়টি এখন রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।