ভোটারদের জন্য বিশেষ চমক, কালিগঞ্জে মডেল বুথে অভিনব প্রস্তুতি


নিউজ ফ্রন্ট | কালিগঞ্জ, নদিয়া | ১২ জুন:

আগামী ১৯ জুন নদিয়া জেলার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এবারের ভোটে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ভোটারদের স্বাচ্ছন্দ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। সূত্রের খবর, এই কেন্দ্রের মধ্যে তিনটি মডেল ভোটগ্রহণ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম কলোনী প্রাথমিক বিদ্যালয়ের বুথটি পরিচালনার দায়িত্বে থাকবেন ভিন্নভাবে সক্ষম ভোটকর্মীরা, যা রাজ্যে এক অভিনব প্রয়াস হিসেবে চিহ্নিত হচ্ছে। অন্যদিকে, কালিগঞ্জ বিধানসভার অন্তর্গত বিবেকানন্দ বিদ্যাভবনের দুইটি বুথ পরিচালনা করবেন শুধুমাত্র মহিলা ভোটকর্মীরা।

ভোটারদের সুবিধার জন্য যা যা থাকছে
এই তিনটি মডেল বুথেই থাকছে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার, প্রবীণদের জন্য অপেক্ষমাণ কক্ষ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও র‍্যাম্প। প্রখর গরম মাথায় রেখে ছাউনির ব্যবস্থাও থাকবে ভোটারদের জন্য।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। কালিগঞ্জ কেন্দ্রের ৩০৯টি ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম-এ ভোট নেওয়া হবে।

ইতিমধ্যেই দুই দফায় ভোটকর্মীদের প্রশিক্ষণ পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন ঘিরে যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তার জন্যও প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।

এই মডেল বুথগুলির মাধ্যমে নির্বাচন কমিশন ভোটপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও সমন্বয়পূর্ণ করে তুলতে চাইছে বলে নির্বাচন দফতরের এক আধিকারিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *