ভারতীয় ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করল কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই। তাদের অ্যাডভান্সড সাবস্ক্রিপশন প্ল্যান ‘চ্যাটজিপিটি গো’ এখন এক বছর বিনামূল্যে ব্যবহার করতে পারবেন দেশের ইউজাররা। আগামী ৪ নভেম্বর বেঙ্গালুরুতে আয়োজিত হতে চলা সংস্থার প্রথম ‘ডেভডে এক্সচেঞ্জ’ ইভেন্টের আগে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, ৪ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ প্রোমোশনাল পিরিয়ডে সাইন আপ করা প্রত্যেক ভারতীয় ইউজার এই অফারের সুযোগ পাবেন। সংস্থার দাবি, ভারতের ডিজিটাল অগ্রযাত্রা ও সরকারি ‘ইন্ডিয়া এআই মিশন’-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে ওপেনএআই। এবার ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তি বাজারে তাদের উপস্থিতি আরও জোরদার করতে সংস্থা ঘোষণা করেছে বড়সড় অফার। ‘চ্যাটজিপিটি গো’ নামে তাদের নতুন সাবস্ক্রিপশন প্ল্যান আগামী এক বছর ভারতীয় ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
ওপেনএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘ডেভডে এক্সচেঞ্জ’ সম্মেলনের সঙ্গে এই ঘোষণা সরাসরি যুক্ত। ওই দিন থেকেই শুরু হবে বিশেষ প্রোমোশনাল পিরিয়ড, যার মধ্যে সাইন আপ করা ব্যবহারকারীরা এক বছরের জন্য বিনামূল্যে ‘চ্যাটজিপিটি গো’-র সব প্রিমিয়াম সুবিধা উপভোগ করতে পারবেন।

‘চ্যাটজিপিটি গো’ প্ল্যানে ব্যবহারকারীরা সংস্থার সর্বাধুনিক GPT-5 মডেল ভিত্তিক পরিষেবা পাবেন। এতে রয়েছে বেশি মেসেজ পাঠানোর সুবিধা, উন্নত ইমেজ জেনারেশন, ফাইল ও ছবি আপলোড করার সুযোগ, দীর্ঘমেয়াদি কথোপকথনের স্মৃতি সংরক্ষণসহ একাধিক উন্নত ফিচার। সংস্থার দাবি, এই প্ল্যানে বিনামূল্যের তুলনায় মেসেজ সীমা ও ফাইল আপলোড ক্ষমতা প্রায় ১০ গুণ বেশি, আর মেমোরি ক্ষমতা দ্বিগুণ।
প্রথমে এই প্ল্যান ভারতের বাজারেই চালু হয়েছিল ২০২৫ সালের আগস্টে। তখন মাসিক সাবস্ক্রিপশন মূল্য ছিল ৩৯৯ টাকা। অল্প সময়ের মধ্যেই এই প্ল্যান বিপুল জনপ্রিয়তা পায়, এবং পেইড ইউজারের সংখ্যা এক মাসে দ্বিগুণ হয়। এই সাফল্যের পরই ওপেনএআই এই পরিষেবা ৯০টি দেশে প্রসারিত করেছে।
বর্তমানে চ্যাটজিপিটি-এর মোট ব্যবহারকারীর মধ্যে আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, পেশাজীবী, গবেষক ও ডেভেলপার প্রতিদিন চ্যাটজিপিটি ব্যবহার করছেন।

ওপেনএআই জানিয়েছে, তাদের লক্ষ্য হল ভারতের মতো দ্রুত প্রযুক্তি-বর্ধনশীল বাজারে এআই ব্যবহারের পরিধি বাড়ানো এবং সরকারি ‘ইন্ডিয়া এআই মিশন’-এর উদ্যোগে সহায়তা করা। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারত আমাদের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত বাজার। এখানে এআই ব্যবহারের আগ্রহ এবং সম্ভাবনা বিশাল। তাই ‘চ্যাটজিপিটি গো’ প্ল্যানের মাধ্যমে আরও বেশি মানুষকে উন্নত এআই প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে চাই।”
এদিকে, সংস্থার অন্যান্য সাবস্ক্রিপশন প্ল্যানও আগের মতোই চালু থাকবে। বর্তমানে ‘চ্যাটজিপিটি প্লাস’ প্ল্যানের মাসিক চার্জ ১,৯৯৯ টাকা, আর প্রফেশনাল ও কর্পোরেট ব্যবহারকারীদের জন্য ‘প্রো প্ল্যান’-এর মাসিক মূল্য ১৯,৯০০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারতের এআই ইকোসিস্টেমে বড় প্রভাব ফেলবে। কারণ, উন্নত মডেল ও প্রিমিয়াম ফিচার বিনামূল্যে ব্যবহারের সুযোগ অনেক নতুন ব্যবহারকারীকে আকৃষ্ট করবে।
ভারতকে ভবিষ্যতের এআই কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রযুক্তি সংস্থাগুলি যে প্রতিযোগিতায় নেমেছে, তারই এক নতুন অধ্যায় খুলল ওপেনএআই-এর এই অফার। আগামী মাস থেকেই দেশের ইউজারদের জন্য শুরু হচ্ছে ‘চ্যাটজিপিটি গো’-র এক বছরের বিনামূল্যে যুগ।